News Link: https://dailylalsobujbd.com/news/1cG
সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া উইং প্রধান ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সিটিটিসির তদন্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুর ২ টা ৩৫ মিনিটে শাহবাগ থানার প্রেস ক্লাবের সামনে খেলাফতের দাবি জানিয়ে হিজবুত তাহরীরের সদস্যরা মিছিল করেন। পুলিশ তাদের বাধা দিলে তারা হাইকোর্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।