News Link: https://dailylalsobujbd.com/news/1cF
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর অভিযানে আটক করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে এই অভিযান পরিচালিত হয়। সেলিমের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তিনি পল্লবী ও খিলগাঁও থানায় আরও দুটি মামলার আসামি। বর্তমানে তাকে আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে।