মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে সিএমএসএমই অর্থায়ন, মূল্যায়ন, পুনঃঅর্থায়ন, ডকুমেন্টেশন এবং রিপোর্টিং বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের বিভিন্ন শাখার ৪৫ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে সিএমএসএমই অর্থায়ন নীতি ও নির্দেশিকা সঠিকভাবে অনুসরণের জন্য প্রশিক্ষণার্থীদের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া, ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান অনুষ্ঠানের একটি সেশন পরিচালনা করেন। দিনব্যাপী প্রশিক্ষণে মোহাম্মদ ফারুক আহমেদ, এসভিপি ও প্রধান এসএমই ফিন্যান্সিং ডিভিশনসহ ওই বিভাগের অন্যান্য কর্মকর্তারাও বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সিএমএসএমই খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।