News Link: https://dailylalsobujbd.com/news/1cj
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়, যেখানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা সদস্যরা অংশ নেন।
প্রধান উপদেষ্টা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যান। ভাষণ ও বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি ২৯ সেপ্টেম্বর রাতে দেশে ফিরেন। তার পরের দিন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফার সংলাপ শনিবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে, যেখানে উপদেষ্টারা সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করবেন।