News Link: https://dailylalsobujbd.com/news/1ch
একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিশরের আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ মিশর, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করে, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি করা।
ডি-৮ এর মূল লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলোর বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করা, নতুন বাণিজ্য সুযোগ সৃষ্টি করা এবং সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন করা।
রাষ্ট্রদূত ফাহমি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মিশরের সমর্থনের কথা উল্লেখ করে জাতির উজ্জ্বল ভবিষ্যতের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যের বৈচিত্র্য ও উদ্ভাবনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হবে বলে আশা করা হচ্ছে। সদস্য দেশগুলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলাসহ পারস্পরিক প্রবৃদ্ধি উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবে।