News Link: https://dailylalsobujbd.com/news/1cc
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি বলেছেন, ক্ষমতায় গেলে তারা দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেছেন, "আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হতে চাই; খাদেম হবো, মালিক হবো না।"
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২৪ এর বিপ্লবের চেতনা থেকে বিচ্যুত হলে জাতি তা মেনে নেবে না। নির্বাচনী রোডম্যাপের আগে একটি অন্তর্র্বতী সরকার গঠন করে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা ঘোষণা করতে হবে, কারণ তার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না।
শফিকুর রহমান রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি কাম্য নয়। সকল রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও, জাতীয় স্বার্থে সবাইকে একত্রিত হয়ে একটি ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ গড়ার কাজ করতে হবে।
এদিকে, জামায়াতের সহ. সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রশাসনে এখনও স্বৈরাচারের দোসরদের উপস্থিতির কথা উল্লেখ করে তাদের দ্রুত খুঁজে বের করে অপসারণের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাদের বিরুদ্ধে সাজানো মামলায় হত্যা করা হয়েছে এবং এর সাথে জড়িতদের বিচার করতে হবে।