News Link: https://dailylalsobujbd.com/news/1c9
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি—যেখানে স্বপ্ন এবং অপার সম্ভাবনা রয়েছে। তিনি বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) ব্যবসায়ীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য সঠিক সময়। ইবিএফসিআই প্রতিনিধিরা বলেছে যে তারা স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো সহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের পাশাপাশি পাট, বস্ত্র এবং জাহাজ শিল্পে অর্থ লগ্নি করতে ইচ্ছুক। তারা মনে করেন, পলিথিন ও প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে।
বৈঠকে আলোচনা হয়, পাট শিল্পে দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতা এবং পাটের বহুমুখী ব্যবহারের প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তারা প্রস্তাব করেছেন বাংলাদেশে একটি রিসার্চ সেন্টার স্থাপন করা যেতে পারে, যা পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক মান উন্নয়নে কাজ করবে।
এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার ইতোমধ্যেই পাট ও বস্ত্র শিল্পের জন্য রিসার্চ সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং পাটের ব্যাগ ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।
উপদেষ্টা আরও জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে এবং যেকোনো সেক্টরে বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানায়। বৈঠকে ব্যবসায়ীরা বন্দর খালাসে সমস্যা নিয়ে আলোচনা করলে তিনি সতর্ক করেন যে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, পাট, বস্ত্র ও জাহাজ শিল্পে বিনিয়োগ করা হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
বৈঠকে ইবিএফসিআই’র ২৬ সদস্যের প্রতিনিধিদল নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ড. ওয়ালি তছার উদ্দিন। উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, নৌপরিবহন সচিব ড. এ কে এম মতিউর রহমান ও মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।