News Link: https://dailylalsobujbd.com/news/1c7
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বঙ্গভবনে আজ পৃথক দুটি অনুষ্ঠানে সুইডেন এবং আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতরা তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রদূতরা হলেন আলজেরিয়ার ড. আবদেলওহাব সাইদানি এবং সুইডেনের নিকোলাস লিনাস রাগনার উইকস।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ এবং সুইডেন ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার। তিনি সুইডেনকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে পরিচয় দেন এবং উল্লেখ করেন যে, সুইডেন গত পাঁচ দশক ধরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে।
রাষ্ট্রপতি ব্যবসা-বাণিজ্য, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। তিনি সুইডিশ সরকারকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করার অনুরোধ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে সুইডেনের অবদানকে স্বীকৃতি দেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আলজেরিয়াকে বাংলাদেশের মানসম্পন্ন পণ্য আমদানির প্রস্তাব দেন এবং এলপিজি সরবরাহের বিষয়ে আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
এসময় রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বঙ্গভবনে তাদের আগমনের সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট তাদের গার্ড অফ অনার প্রদান করে।