News Link: https://dailylalsobujbd.com/news/1bZ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলে ১৮১টি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে।
মঙ্গলবার রাতের এই হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে অস্টিন বলেন, “আমরা ইরানের এই আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে ইসরায়েলে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।” তিনি যোগ করেছেন যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে।
ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালায়, যার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দ্বারা ধ্বংস করা হয়। আইআরজিসির কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হামলার জবাব দেওয়ার পরিকল্পনা প্রস্তুত আছে। পাশাপাশি, ফ্রান্স ও জার্মানির নেতারা এই পরিস্থিতির কারণে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র : টাইমস অব ইসরায়েল।