News Link: https://dailylalsobujbd.com/news/1bY
সরকারের পতনের ২৭ দিনের মাথায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের পর আইনি জটিলতা তৈরি হয়েছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, এবং বাজেট কার্যক্রম থমকে গেছে।
এই অবস্থার উন্নতির জন্য ‘ক্রান্তিকালীন বিশেষ বিধান’ যুক্ত করে জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ সংশোধন করা হচ্ছে। নতুন অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, স্পিকার নির্বাচন ও কার্যভার গ্রহণ না হওয়া পর্যন্ত সংসদ সচিবালয়ের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংসদ সচিবের হাতে ন্যস্ত হবে।
এটি অনুমোদনের জন্য শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। যদি এটি কার্যকর হয়, তাহলে সংসদ সচিব সকল প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা পাবেন।
প্রসঙ্গত, শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট একটি অন্তর্বর্তী সরকার শপথ নেয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে শিরীন শারমিনও রয়েছেন। নতুন অধ্যাদেশের আওতায় সংসদ সচিবের নেতৃত্বে একটি কমিটি দায়িত্ব পালন করবে, যাতে পদ সৃজন, নিয়োগ, এবং কর্মচারী সংখ্যা নির্ধারণসহ বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পন্ন হবে।