News Link: https://dailylalsobujbd.com/news/1b4
আওয়ামী লীগ সরকারের সময়ে কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে সরিয়ে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি সদস্য জিয়াউল হক হবেন বাংলাদেশ কোস্টগার্ডের পঞ্চদশ মহাপরিচালক (ডিজি)। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে কোস্টগার্ডের ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ন্যস্ত করা হয়েছে।
গতকাল রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে কোস্ট গার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।