News Link: https://dailylalsobujbd.com/news/17h
খাগড়াছড়ি এবং রাঙামাটিতে গত তিন দিনে সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শহরেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এদিকে পাহাড়ের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ব্যানারে পার্বত্য তিন জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান) ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার ভোর থেকে চলবে অবরোধ কর্মসূচি।
জানা যায়, খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকায় এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার জেলার দীঘিনালায় সহিংসতার সূত্রপাত ঘটে। পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো খাগড়াছড়ি এবং রাঙামাটি জেলায়।