News Link: https://dailylalsobujbd.com/news/14Z
দেশের জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। নাটকের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি তিনি সংগীতশিল্পী ও উপস্থাপকও। ২০০৬ সালে ‘শত্রু শত্রু খেলা’ নামে অভিষেক সিনেমায় নায়ক হিসাবে পেয়েছিলেন জনপ্রিয় নায়ক মান্নাকে।
জয়নাল আবেদীন পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে লাভজনকও হয়। এ সিনেমার পর স্বাগতা ভেবেছিলেন, হয়তো চিত্রনায়িকা হিসাবেই কাজ করবেন। সেই চেষ্টাও করেন, কিন্তু সিন্ডিকেটের কারণে তাকে ব্যর্থ হতে হয়। অভিমান নিয়েই সিনেমা থেকে সরে যান এ অভিনেত্রী।