News Link: https://dailylalsobujbd.com/news/14r
চট্টগ্রামের মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৭, সিপিসি-১ ফেনীর সদস্যরা। এসময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার ও ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করে আইনশৃঙ্খলাবাহিনী।
র্যাব জানায়, মাদককারবারীরা যৌথভাবে প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সা যোগে মাদকদ্রব্য বিক্রি করার জন্য কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় গতকাল শনিবার রাত ৯ টা ২০ মিনিটের সময় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা বাজার এলাকার ফুটওভার ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক ১টি প্রাইভেট কার এবং ১টি সিএনজি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে গাড়ি দুটি চেকপোস্টের কাছে এসে থামিয়ে ২জন পালানোর সময় ১ জনকে আটক করে। আটককৃত আসামি নাম মোঃ সুমন(৩০) সে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পুর্ব দূর্গাপুর এলাকার মৃত জহুরুল হকে ছেলে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপ্তেশ রায় জানান, র্যাব মো. সুমন নামের একজনকে মাদক সহ মিরসরাই থানায় হস্তান্তর করেছে। আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।