News Link: https://dailylalsobujbd.com/news/5I
নিজস্ব প্রতিনিধি (মিরসরাই) ::
চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকা থেকে বিদেশি মদ- ভদকা ও হুইস্কিসহ মোঃ নুরের নবী প্রঃ হোনা মিয়া (৩৭) নামীয় একজনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সে ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়া প্রঃ চাঁন মিয়া এবং মৃত শরীফা খাতুন প্রঃ পরানধন দম্পতির ছেলে। একই ইউনিয়ন এলকায় অদল হকের টিন শীট ঘরের ভাড়াটিয়া হিসাবে সে বসবাসরত ছিল।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ ঘটিকার সময় জোরারগঞ্জ থানা এলাকার বারইয়ারহাট টু রামগড় রোডের বট গাছতল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন নবী কোম্পানীর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নূরের নবীকে গ্রেফতার করে এসআই(নিঃ) শাহিদুল ইসলাম, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্স।
এসময় তার কাছ থেকে ০৬ (ছয়) বোতল হুইস্কি, ২৪ (ছব্বিশ) বোতল ভদকা সর্বমোট ৩০ (ত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা।
থানা সূত্রে জানা যায়, এঘটনায় ধারা- ৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয় এবং জোরারগঞ্জ থানায় মামলা নং-২২/২৪ দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মাদক এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এই থানা এলাকাকে মাদকমুক্ত করতে এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা রোদকল্পে পুলিশের নিয়মিতভাবে অভিযান চলবে বলেও জানান তিনি।