News Link: https://dailylalsobujbd.com/news/PQ
দেশে ঘটে গেল সরকার পতনের এক ছাত্র-জনতার আন্দোলন। এই আন্দোলনে এরই মধ্যে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের বেশি সময় ধরা এই আন্দোলনে শুরু থেকেই তারকারা যোগ দিয়েছেন ছাত্রদের সঙ্গে। উৎসাহিত করেছেন তাদের।
তবে ছাত্রদের বিজয়ের পরও কাজ থেমে নেই। তার নেমে গেছে দেশ গঠনের কাজে। এখানেই উপস্থিতি আছে তারকাদের। যেমন তরুণ অভিনেত্রী পারসা ইভানা রং-তুলি নিয়ে হাজির হয়েছেন রাস্তায়।
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী রাজধানীর উত্তরার দেয়াল রঙিন করলেন, আঁকলেন নতুন বাংলাদেশের ছবি।
গতকাল (৮ আগস্ট) সন্ধ্যায় পারসা ইভানা গণমাধ্যমকে বলেন, ‘আমি আসলে বাসায় বসে থাকতে পারছিলাম না। শিক্ষার্থীদের সঙ্গে পথে নামতে চাইছিলাম। এ জন্য পোস্টও দিয়েছিলাম।
অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। রাস্তায় নামলাম। দেয়ালে দেয়ালেও ছবি আঁকলাম। নতুন বাংলাদেশের ছবি আঁকছি। সেই দুপুর ১২টায় বেরিয়েছি, এখন বিকেল ৫টায় ফিরলাম।
নতুন রঙে উত্তর নামের একটি সংগঠনের মাধ্যমে এই কাজে অংশ নেন তিনি। দেয়ালে দেয়ালে নানা রঙের নানা মাত্রার ছবি এঁকেছেন এ সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।