News Link: https://dailylalsobujbd.com/news/O3
চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকাল বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিএমইএর এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলা হয়, আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টায পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামীকাল বুধবার থেকে ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো।