News Link: https://dailylalsobujbd.com/news/I3
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে শতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার পর সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। আর হলের সামনের সড়কেও অবস্থান নেন ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি ও মহানগর শাখার নেতাকর্মীরা।
এ সময় সেখা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ারও ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে সাঁজোয়া যানসহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে।
হলের ভেতরে আটকা পড়েছেন আন্দোলনকারীরা। উপস্থিত পুলিশের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। এ দিকে ঢাবিতে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়মান সাদিক। সোমবার (১৫ জুলাই) সংঘর্ষের প্রতিবাদ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।
এতে তিনি বলেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’