News Link: https://dailylalsobujbd.com/news/Ho
নিজস্ব সংবাদদাতা :
চট্টগ্রামের মিরসরাই উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক সুদর্শন রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিষ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঐক্য পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত।
বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, ডক্টর ভোদান্ত জীন বোধি মহাথেরো।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত।
অতিথি ছিলেন অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু দাশ (বিএসসি), উত্তম শর্মা, বিজয় কুমার বৈষ্ণব, পীযূষ নাহা, স্বপন বণিক -সহ কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে উত্তর জেলা সভাপতি-সম্পাদকের নেতৃত্বে জেলা-উপজেলা-ইউনিয়ন কমিটির সদস্যদের সাবজেক্ট কমিটির ভোটাধিকারের মাধ্যমে নতুন ৬ সদস্যের কমিটি প্রাথমিক অনুমোদন প্রদান করেন।
এতে সভাপতি সুদর্শন রায়, সহ-সভাপতি ক্ষুদিরাম দাস, বেনুতোষ দাস, অধ্যাপক বাবলু বড়ুয়া, বিজয় শর্মা এবং কল্যাণ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।