News Link: https://dailylalsobujbd.com/news/43
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি। মঙ্গলবার সকালে প্রত্যাগমনকারী বাংলাদেশিরা মিয়ানমারের নৌ-জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করে।
জাহাজটি রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিয়ে যাবে। জাহাজটি কক্সবাজার আসছে। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, আশা করা যায়- বুধবার জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে এবং কর্তৃপক্ষের কাছে প্রত্যাবর্তন করা নাগরিকদের হস্তান্তর করবে। প্রত্যাগমনকারী ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি ও খাগড়াছড়ির বাসিন্দা। আর নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা আছেন একজন করে। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
সর্বশেষ গত বছরের ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়। ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট সেই প্রত্যাবাসনের পর থেকেই মিয়ানমারে অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে পাঠাতে নিরলস কাজ করে চলেছে।