News Link: https://dailylalsobujbd.com/news/Er
ফ্রান্স দলে তারকা খেলোয়াড়ের অভাব না থাকলে এবারের ইউরোয় গোল শিকারির অভাব রয়েছে। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ওপেন প্লে গোল করতে পারেনি তারা। পেনাল্টির আর প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সহায়তা জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা।
ওপেন প্লে গোল না পাওয়ায় সমালোচনা শুনতে হচ্ছে ফ্রান্সকে।
অথচ, এমবাপ্পে-আতোঁয়ান গ্রিজম্যান-উসমান দেম্বেলের মতো ইউরোপীয় ফুটবল মাতানো তারকার অভাব নেই ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের দলে। তবে এই সমালোচনায় কান দিচ্ছেন না দলটির মিডফিল্ডার ইউসুফ ফোফানা।
ফোফানার মতে, ওপেন প্লেতে গোল না পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিফাইনালে সুযোগ পাওয়া। তিনি বলেছেন,‘ব্যক্তিগতভাবে, আমি এসবকে মোটেও পাত্তা দেই না।
দিন শেষে সেমিফাইনালে জায়গা পাওয়াই মুখ্য।’
এমবাপ্পে-গ্রিজম্যানদের গোল না পাওয়া নিয়ে যে সমালোচনা হচ্ছে তা মানতে পারছেন না ফোফানা। তিনি বলেছেন,‘গ্রিজম্যান-এমবাপ্পের মতো খেলোয়াড়দের লেভেল হিসেব করে আমাদের বুঝতে হবে সেমিফাইনালে সুযোগ পাওয়া যথেষ্ট। আমি বুঝতে পারি না কেন আমরা নেতিবাচক বিষয় নিয়ে কথা বলি।
এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন গোল করতে পেরেছে ফ্রান্স। এমবাপ্পের পেনাল্টি গোলের বিপরীতে আবার দুটি গোল ‘উপহার’ হিসেবে প্রতিপক্ষের কাছ থেকে আত্মঘাতী পেয়েছে তারা। স্পেনের বিপক্ষে শেষ চারের ম্যাচেও ভাগ্য ফ্রান্সের পাশে থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়।