News Link: https://dailylalsobujbd.com/news/E2
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। সারা বছরই ব্যস্ত থাকেন কাজ নিয়ে। নতুন খবর হলো, লাস্যময়ী এই অভিনেত্রীর ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। যুক্ত হচ্ছেন ব্যবসায়। সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই উদ্বোধন হবে তার স্বপ্নের প্রতিষ্ঠান ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালুন’-এর।