চট্টগ্রামের মিরসরাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের ফলনশীল ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন উপজেলা চত্ত্বরে এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি নয়ন কান্তি ধুম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় জানান, ১৬'শ প্রান্তিক কৃষকের মাঝে 'বি ধান ৭৫' সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বীজ বিতরণ করা হয়েছে। তিনি জানান, ৫ কেজি ধান, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, কৃষকদের মাঝে বিনামূল্যে দিয়ে ধান চাষে উদ্ভুদ্ধ করা হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমাল'র আঘাতে ১০০ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বীজ ও সার প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ক্ষুদ্র ও প্রান্তিক ১৬০০ কৃষককে বিভিন্ন জাতের ধানের বীজ দেয়া হয়েছে। কৃষকরা যাতে ধানের ভালো ফলন করতে পারে সেই জন্য সারও দেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কৃষকদের অনুপ্রেরণা দিয়ে ধানের ভালো চাষে মিরসরাইয়ে কৃষি নির্ভরতা বাড়িয়ে খাদ্য ঘাটতি পূরনে অনুপ্রেরণা দিতে।