News Link: https://dailylalsobujbd.com/news/AE
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নারীবান্ধব নীতির কারণে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে দৃষ্টান্তস্বরূপ।
শনিবার (২৯ জুন) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে নারীদের আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংগঠন ‘ইনার হুইল’-এর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স রিপোর্ট-২০২০ অনুযায়ী, দক্ষিণ এশীয় সাতটি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ শীর্ষ ১০০ দেশের তালিকায় স্থান পেয়েছে। যেখানে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৫০তম। ২০২০ সালে বাংলাদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৬.২ মিলিয়ন থেকে ১৮.৬ মিলিয়নে উন্নীত হয়েছে।
১৯২৪ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে রোটারিয়ানদের স্ত্রীদের একটি দল ইনার হুইলের প্রতিষ্ঠা করে। এর উদ্দেশ্য লৈঙ্গিক সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীদের সার্বিক কল্যাণ করা। জনকল্যাণমূলক এই সংগঠন বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ২০২৩-২৪ মেয়াদের চেয়ারম্যান শারমিন রহমান, ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাঈমা সাখাওয়াত, নবনির্বাচিত চেয়ারম্যান ফারাহনাজ কাইয়ুম, পূর্ববর্তী বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পিএনআর শারমিন হোসেন, ট্রিউন গ্রুপের পরিচালক কাজী ওয়াহিদুল আলম এবং এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম।