News Link: https://dailylalsobujbd.com/news/yZ
এবার গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। সত্যি হচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। জানা গেছে, আগামী মাসেই আইনি বিয়ে করে বিদেশে যাবেন এজুটি।
ফিরে এসে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় বিয়ে করছেন আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। মঙ্গলবার জানা যায়, সব ঠিক থাকলে ১৫ জুলাই আইনি বিয়ের পর বিদেশ থেকে ফিরে আনুষ্ঠানিক বিয়ে ও প্রীতিভোজের আয়োজন করবেন তারা।
সম্পর্কের শুরু থেকেই সোহিনী-শোভনকে নিয়ে নেটিজেনদের মধ্যে ছিল নানা গুঞ্জন।
যদিও শুরুতে শোভন অস্বীকার করলেও, মুখে কুলুপ এঁটেন সোহিনী। পরে একফ্রেমে বন্দি ছবিতে তাদের দেখে নেটিজেনরা নিশ্চিত হন-প্রেমেই আছেন তারা।
বিয়ের দিন-তারিখ কি ঠিক হয়ে গেছে—সাংবাদিকের এমন প্রশ্নে শোভন জানিয়েছেন, সে রকম কিছু হলে তিনি সংবাদমাধ্যমকে জানাবেন। কিন্তু গণমাধ্যম সূত্রে জানা যায়, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেই সোহিনী বিপণিবিতান থেকে সোনার গহনা কিনেছেন।
এদিকে আরও জানা গেছে, বিয়ের পর তারা একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন। যদিও এসব খবরে তারা কোনো মন্তব্য করেননি।