News Link: https://dailylalsobujbd.com/news/vj
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঝরনা দেখতে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে উপজেলার খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বোয়ালিয়া, বাওয়াছড়া ঝরনায় দলে দলে ছুটে যাচ্ছেন লোকজন। বৃষ্টির পানিতে টইটুম্বুর ঝরনায় গা ভেজানো মিস করছেন না ভ্রমণপিপাসুরা।
বুধবার (১৯ জুন) ঈদের তৃতীয় দিন সকাল থেকে ঝরনাগুলোতে যেন মানুষের ঢল নামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, বাস, মাইক্রো, প্রাইভেটকার, লেগুনা। গাড়ি ভাড়া করে আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়েও এসেছেন। আবার দল বেঁধে বিভিন্ন বাসযোগে লোকাল যাত্রী হিসেবে এসেছেন অনেক পর্যটক। সবার গন্তব্য ঝরনায়।