News Link: https://dailylalsobujbd.com/news/q9
প্রত্নতাত্ত্বিকরা ইতালির পম্পেইতে মাটি খুঁড়ে নানা সূক্ষ্ম নকশায় সাজানো একটি নীল কক্ষ পেয়েছেন এবার। বলা হচ্ছে, ঘরটি একটি প্রাচীন রোমান মন্দির, যা স্যাক্রারিয়াম নামে পরিচিত। এই নতুন আবিষ্কারে পাওয়া নীল রংটি বিরল। ইতালির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সাধারণত খুব গুরুত্বপূর্ণ কাজেই ওই নীল রংটি ব্যবহৃত হতো তখন।
ভিন্ন ধরনের কক্ষটি ভালো করে খতিয়ে দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি স্যাক্রারিয়াম (মন্দির) বা ধর্মীয় আচার-অনুষ্ঠানের কাজ ও পবিত্র জিনিসপত্র রাখার স্থান হতে পারে। কক্ষটির দেয়ালে নারীর ছবি আঁকা আছে। বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভবত বছরের চার ঋতুর প্রতীক। মধ্য পম্পেইয়ের রেজিও ৯ আবাসিক এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন করে নতুন এই কক্ষটির খোঁজ মিলেছে।
সম্প্রতি এ এলাকাটিতেই সবচেয়ে বেশি খননকাজ চলছে।
ইতালির প্রাচীন পম্পেই নগর ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে লাভার নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে চলা খননে হাজারো মানুষের কঙ্কালসহ বহু নিদর্শন মিলেছে সেখান থেকে।
মঙ্গলবার রেজিও ৯ এলাকার খননকাজ দেখতে যাওয়া ইতালির সংস্কৃতিমন্ত্রী জেনারো সাংগিউলিয়ানো বলেছেন, ‘প্রাচীন পম্পেই নগরী এমন একটি রত্নাগার, যা এখনো পুরোটা ঘেঁটে দেখা হয়নি।
সম্প্রতি ওই এলাকায় পাওয়া অন্যান্য জিনিসের মধ্যে রয়েছে একটি বাড়ির বিভিন্ন সামগ্রী, ব্রোঞ্জের দুটি জগ ও প্রদীপ, নবায়নকাজে ব্যবহৃত সামগ্রী এবং খাওয়ার পর ফেলে দেওয়া ঝিনুকের খোল। গত সপ্তাহে খবর পাওয়া যায়, শিশুদের আঁকা কিছু ছবি পাওয়া গেছে, যাতে গ্ল্যাডিয়েটরদের সহিংস লড়াই ও বন্য প্রাণীর সঙ্গে শিকারিদের মুখোমুখি হওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে।