News Link: https://dailylalsobujbd.com/news/pf
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের ওপর হামলা করে মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন ফুলপুর থানার উপপরিদর্শক রবিউল হাসান, উপপরিদর্শক বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক শাহ আলম ও পুলিশের সোর্স আলী আকবর। সোমবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার ছনধরা ইউনিয়নের খাড়ইপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি খাড়ইপাড় গ্রামের মোখলেছুর রহমান স্বপনকে (৫৫) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় স্বপনকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে করে থানায় নেওয়ার পথে হামলা করে কিছু ব্যক্তি। তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
তাদের মারধরে গুরুতর আহত হন ফুলপুর থানার উপপরিদর্শক রবিউল হাসান, উপপরিদর্শক বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক শাহ আলম ও সোর্স আলী আকবর। খবর পেয়ে ফুলপুর থানার পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ফুলপুর থানার উপপরিদর্শক সবুজ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে সোমবার সকালে এ ঘটনায় জড়িত সন্দেহে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খাড়ইপাড় গ্রামের আক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (১৯), ইদ্রিস আলীর ছেলে মজিবুর রহমান (৩৪), হামিদ উদ্দিনের ছেলে জাহাঙ্গির আলম (২০), হারুন অর রশীদের স্ত্রী রুপালী (৩০), বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া আক্তার (৩৪), আক্তার হোসেনের স্ত্রী ফাতেমা (২০), চান মিয়ার স্ত্রী হামিদা (৩২), তারা মিয়ার স্ত্রী নুরজাহান (৩০) ও হানিফ উদ্দিনের স্ত্রী যায়েদা বেগম (৫০)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মাদক কারবারিদের ধরতে অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিদের ধরতে চেষ্টা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া আসামিদের সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।