News Link: https://dailylalsobujbd.com/news/pb
ভারতে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ড চলাকালে শিলাস্তি রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে আজ সোমবার তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করছেন বলে ডিবি ও আদালত সূত্র জানিয়েছে।
ডিবি সূত্র জানায়, এই মামলায় শিমুল ভু্ঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভু্ঁইয়া ওরফে আমান উল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।
এদিকে ডিবির আবেদনের প্রেক্ষিতে আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ও পলাতক ১০ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অনুসন্ধানের আবেদন করা হয় আদালতে। শুনানি শেষে সোমবার আদালত এই আবেদন মঞ্জুর করেন।
মামলার আসামিরা হলেন শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান, তানভীর ভূইয়া, আক্তারুজ্জামান শাহীন, মো. সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলা সাজী, চেলসি চেরী, তাজ মোহাম্মদ খান ও মো. জামাল হোসেন। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।