News Link: https://dailylalsobujbd.com/news/nx
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে অভিযান। প্রায় ক্লু লেস এই হত্যাকাণ্ডের তদন্তে মঙ্গলবার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কি না তা নিশ্চিত করতে পারেনি তারা। সেটি নিশ্চিত করতে ডিএনএ টেস্টের জন্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় নেওয়া হচ্ছে।
তার সঙ্গে যাচ্ছেন এমপি আনারের ভাই আবেদ আলী ও পিএস আবদুর রউফ।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের পিএস আবদুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এমপির বড় ভাইয়ের ভিসা রেডি থাকলেও আমার ও এমপিকন্যা ডরিনের ভিসা ২৯ তারিখেও হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হয়নি। দ্রুতই ভিসা হাতে পেলে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব।
ভারতের ভিসা পেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, ‘আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল, একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়তো। ভিসাটা পেলেই ভারতে যাব।
তিনি আরো বলেন, ‘এখনো ডিএনএ টেস্টের বিষয়ে তারা আমাকে কিছু জানায়নি। তবে নিউজে যে মাংস উদ্ধারের বিষয়টি দেখানো হচ্ছে, ডিএনএ টেস্ট না হলে তো আমরা নিশ্চিত হতে পারব না। ডিএনএ টেস্ট না করলে তো মেনে নিতে পারব না।’