News Link: https://dailylalsobujbd.com/news/lf
টাঙ্গাইলের কালিহাতীতে লরির পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে লরি ও কাভার্ড ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পুংলী ব্রিজের কাছে পৌঁছালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।