News Link: https://dailylalsobujbd.com/news/kG
একবার গ্রেফতার হন, কিছুদিন জেল খাটার পর জামিনে বেরিয়ে আবার ডাকাতিতে নামেন তারা। এভাবে জামিনে বেরিয়ে ডাকাতিতে জড়িয়ে পড়া চার অপরাধীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা।
বুধবার নগরীর পাথরঘাটা মেরিনার্স সড়কের কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সোহেল ওরফে ঢাকাইয়া সোহেল (৩০), বেলাল হোসেন ওরফে মাইকেল (৩৭), মো. তুষার (১৯) এবং মো. রুবেল (২২)। তাদের কাছ থেকে চারটি টিপছোরা জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে মেরিনার্স সড়কের কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা আগেও গ্রেফতার হয়ে একাধিকবার জেল খেটেছেন। জামিনে বেরিয়ে তারা আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।