News Link: https://dailylalsobujbd.com/news/3ak
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
দুপুরে তিনি প্রথমে উপজেলার খৈয়াছড়া শ্রীশ্রী কালীমাতা বিগ্রহ মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি পর্যায়ক্রমে শ্রীশ্রী মহামায়া মন্দির, রামলোচন মহাজন বাড়ি দুর্গাপূজা ও মিরসরাই কেন্দ্রীয় জগদীশ্বরী কালী বাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাদিম মাহমুদ চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এসময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।”
তিনি আরো আশ্বাস দেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট।”