ফেনীতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিয়ে করতে গিয়ে এক ভূয়া সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তিন সেট পোশাকসহ সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ফেনীর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভুয়া সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন পিন্টু (৩৮) পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায় পিন্টু নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তেরোবাড়িয়া এলাকায় নাছরিন আক্তার রিতু নামের এক নারীকে গত তিন মাস যাবত বিয়ের জন্য প্রলুব্ধ করে আসছিল। রিতুর পরিবারের কাছে রিতুকে বিয়ের প্রস্তাব দেন। রিতুর পরিবারের সন্দেহ হলে ফেনীর বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামকে অবহিত করেন। তাৎক্ষনিক পুলিশ ব্যবস্থা গ্রহন করেন।