News Link: https://dailylalsobujbd.com/news/39V
চট্টগ্রামের কর্ণফুলি নদীর হালদা মোহনা থেকে প্রায় এক হাজার মিটার চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কিছু জেলেকে চরঘেরা জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
অভিযানে বোয়ালখালী থানা পুলিশের একটি টিম, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো. মোরসালিন, ক্ষেত্র সহকারী আবু মো. নোমান ও হালদা পাহারাদার সুমন দাস উপস্থিত ছিলেন।