News Link: https://dailylalsobujbd.com/news/39P
এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাসহ প্লাস্টিকের বস্তা ভর্তি চোলাইমদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার করা আসামীরা হলেন- আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বোয়ালিয়া দুধকুমড়া গ্রামের খতির বাপের বাড়ির মো.হারুনের ছেলে আমিনুল হক(২৭) ও একই গ্রামের আজরা বাপের বাড়ির মৃত শফিউর রহমানের ছেলে মো. শওকত মিয়া(২৮)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে চোলাই মদ হেফাজতে রাখার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।