রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা চলমান শাটডাউন কর্মসূচি ৭ কর্মদিবসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের ক্লাস ও পরীক্ষাবর্জিত কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আমাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। তাই আগামী ৭ কর্মদিবসের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
একই সময়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, “আমাদের সম্মানিত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষাবর্জিত কর্মসূচি চলবে। এই আন্দোলন হচ্ছে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার আন্দোলন।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান জানান, “আমরা ইতোমধ্যে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছি এবং তারা কর্মসূচি স্থগিত করেছেন। শিক্ষকদের এক পক্ষও ক্লাসে ফিরেছেন। কিছু বিভাগে ইতোমধ্যে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। বাকি পক্ষের সঙ্গেও আলোচনা চলছে। আশা করি শিগগিরই তারা কর্মসূচি প্রত্যাহার করবেন।”
এদিকে, সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। তারা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনার জেরে এই আন্দোলন শুরু হয়, যা এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চলমান রয়েছে।