News Link: https://dailylalsobujbd.com/news/39N
"প্রতি জনে গাছ লাগাই- সবুজে সাজাই মিরসরাই"—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘দুর্বার প্রগতি সংগঠন’-এর উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিপন কুমার দাস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং ‘দুর্বার প্রগতি সংগঠন’-এর বিভিন্ন পর্যায়ের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে শতাধিক ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয় এবং তা বিভিন্ন স্থানে রোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শুধু চারা বিতরণ নয়, এর যত্নও নিতে হবে যেন গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।”
সংগঠনের সভাপতি রিপন কুমার দাস বলেন, “আমরা চাই মিরসরাইকে সবুজে ঘেরা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।”
উল্লেখ্য, ‘দুর্বার প্রগতি সংগঠন’ স্থানীয়ভাবে তরুণদের অংশগ্রহণে গঠিত একটি সামাজিক সংগঠন, যারা নিয়মিত সামাজিক ও পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।