News Link: https://dailylalsobujbd.com/news/39C
কুমিল্লার তিতাসে স্থানীয় সরকারের অধিনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
তিনি বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে কর্মদক্ষতা বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে জানিয়ে কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, কোর্স পরিচালক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। প্রশিক্ষণ শেষে কর্মদক্ষতায় অগ্রগামী ভূমিকা রাখায় বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের আগে তিতাস থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। সেখানে থানা পুলিশের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।