বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে পার্বত্য অঞ্চলে তীব্র বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডব্লিউওটি শনিবার রাতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হচ্ছে এবং বায়ুমণ্ডলে বজ্রপাত সৃষ্টির উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। এতে প্রতি মিনিটে ৮০ থেকে ১০০ বার বিদ্যুৎ চমক এবং প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ বার বজ্রপাতের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থায় সকলকে সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়বে। তবে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কিছুটা কম থাকতে পারে।
২১-২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস:
২১ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা: চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২২ সেপ্টেম্বর (সোমবার): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
২৪ সেপ্টেম্বর (বুধবার): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ বা বিদ্যুৎ প্রবাহিত বস্তু থেকে দূরে থাকতে বলা হয়েছে। কৃষিকাজ, মাছ ধরা বা খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।