News Link: https://dailylalsobujbd.com/news/39c
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে, পবিত্র রমজান মাস শুরুর আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কলে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন।
সরকারি বার্তা সংস্থা বাসস-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসি থেকে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কলে এই আলোচনা হয়। এসময় ড. ইউনূস আইএমএফ প্রধানকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, সময়োপযোগী ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, "নির্বাচনের পর আমি আমার আগের পেশাগত কর্মকাণ্ডে ফিরে যাব।"
ফোনালাপে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ের মধ্যেই আপনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। যখন ঝুঁকি ছিল সর্বোচ্চ, তখন আপনি দায়িত্ব নিয়েছেন – আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।"
তিনি আরও বলেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সময় তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
ড. ইউনূস বলেন, "আমরা এক বিধ্বস্ত ও ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থেই ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে।" তিনি জানান, সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
আলোচনায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। আইএমএফ প্রধান জোর দিয়ে বলেন, “বাংলাদেশের ইতিহাসের এই সংকটকালীন সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে সাহসী সংস্কার অপরিহার্য।”