News Link: https://dailylalsobujbd.com/news/38Q
ফেনীর সোনাগাজী ৭নং ইউনিয়নের চরখোন্দকার মৌজায় মৎস্য ব্যবসায়ী মোমিন হোসেনের ইজারাকৃত প্রকল্পে জোর পূর্বক ঘর নির্মাণ করার চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ফেনীর সেনাগাজী উপজেলার চরখোন্দকার মৌজায় মৎস্য প্রকল্প মালিক মোমিন হোসেন জানায় ছাড়াইয়াতকান্দি হোসাইনিয়া মাদ্রাসা এবং শেখ রাসেল হতে দিয়ারা খতিয়ান নং-১৩৫ দাগ নং-১৭২৭ এবং বিএস খতিয়ান নং -৫৭৬,১০৬৬ দাগ নং-৪৪৩২, ৪৪৩৩ এর আন্দরের ভূমি মোমিন হোসেন ইজারা নিয়ে খাদ্য রাখার ঘর নির্মাণ করার জন্য ভিটি তৈরী করেছিল। ১৩ সেপ্টেম্বর ৬নং চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন তার সহযোগীদের নিয়ে জোর পূর্বক ঘর নির্মাণ সহ প্রকল্প দখল করার চেষ্টা করেন। এ ব্যপারে ক্ষতিগ্রস্ত মোমিন হোসেন সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ প্রাপ্তির পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।