News Link: https://dailylalsobujbd.com/news/38A
বোয়ালখালী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রম প্রান্তিক জনগোষ্টীর মাঝে পৌঁছে দেয়া ও উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ এলাকার কালাইয়ার হাট প্রাঙ্গণে এক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত শত শত বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালতের সুফল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।
৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত ডিভিও চিত্র প্রদর্শন কালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী আঁখি বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন- বোয়ালখালী উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক অধীর বড়ুয়া, আমুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবলা বড়ুয়া, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিল্টন চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ কামাল।
এ ভিডিও চিত্র প্রদর্শনের পর উপস্থিত দর্শকদের ১০জন কুইজ বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।