News Link: https://dailylalsobujbd.com/news/38q
মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের সন্তান শেখ নুর উদ্দিন আবীর। তার প্রার্থিতা ঘোষনার পর স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন-২০২৫ এ ভাইস-প্রেসিডেন্ট(ভিপি ) পদে লড়ছেন মাদারীপুরের শিবচরের সন্তান শেখ নুর উদ্দিন আবির। আসন্ন ২৫ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তার প্রার্থিতা নিয়ে জোরালো আলোচনা চলছে।
লোক-প্রশাসন বিভাগ, সেশন ২০১৭-১৮-এর মেধাবী শিক্ষার্থী আবীর দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে লড়াই করছেন।
এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, শিবচর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
শেখ নুর উদ্দিন আবির মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের সন্তান । তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনার বন্যা বইছে এবং শিবচরের সর্বস্তরের মানুষ তার বিজয়ের প্রত্যাশা করছেন।
প্রার্থিতা ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আবির বলেন, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আমি সব সময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকব। ফ্যাসিবাদের সময় ছাত্রলীগের নির্যাতনের শিকার হলেও শিক্ষার্থীদের পাশ থেকে কখনো সরে যাইনি।
৫ আগস্ট পরবর্তী সময়ে নৈতিক অবক্ষয়ের কোন কর্মকান্ডে জড়াইনি। ইনশাআল্লাহ, ভিপি নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি ও অধিকার আদায়ের সর্বদা সচেষ্ট থাকব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, শেখ নুর উদ্দিন আবিরের মতো প্রার্থীর অংশগ্রহণ সাধারন শিক্ষার্থীদের দাবিকে আরো শক্তিশালী এবং বেগবান করবে।
অন্যদিকে শিবচরের মানুষ তার প্রতি শুভকামনা জানিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন।
আসন্ন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য(রাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থী এই তরুনের ভাগ্য নির্ধারণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।