News Link: https://dailylalsobujbd.com/news/38b
বোয়ালখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে বোয়ালখালী থানা পুলিশ এ মতবিনিময় সভার আয়োজন করে।
অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপ পরিদর্শক (এসআই) কিশোরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ আলম, নায়েবে আমীর সংসদ সদস্যপ্রার্থী ডা.আবু নাছের, জেলা যুবদল নেতা আবু আকতার, উপজেলা পূজা পরিষদের সভাপতি স্বপন শীল, সঞ্জয় দাশ, অধ্যাপক প্রদীপ কুমার দে, টিটু চৌধুরী, শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, রানু মজুমদার, পিন্টু সরকার, বিপ্লব দাস, অপু বৈদ্য, বিষ্ণু শীল, উজ্জ্বল শুক্লদাশ, এনসিপি নেতা নাজমুস সাকিব তামিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এএম কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম, এসআই জুয়েল রানাসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিবৃন্দ।