News Link: https://dailylalsobujbd.com/news/36g
বুধবার (২৭ আগস্ট) রাতে এক আলোচনাসভা শেষে কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ফেসবুক গ্রুপে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এর আগে, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছিল শেকৃবির শিক্ষার্থীরা।
তাদের তিন দফা দাবি হলো:
১. কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদগুলো (যেমন উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
২. বিএডিসিতে কোটা বাতিল করে, শুধুমাত্র নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদেরই ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ দিতে হবে।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে কারো নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারের সুযোগ থাকবে না—এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
এদিকে, একই দিনে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ মোড় অবরোধ থেকে বিরত রয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা।
শেকৃবি শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও কঠোর করা হবে।