দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম বেড়েছে এক হাজার ৫০ টাকা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন বিক্রি হবে ১,৭২,৬৫১ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করতে হয়েছে।
আগামী বুধবার (২৭ আগস্ট) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।
সোনার নতুন দর (প্রতি ভরি):
🔶 ২২ ক্যারেট : ১,৭২,৬৫১ টাকা
🔶 ২১ ক্যারেট : ১,৬৪,৮০১ টাকা
🔶 ১৮ ক্যারেট : ১,৪১,২৬৩ টাকা
🔶 সনাতন পদ্ধতি : ১,১৬,৮৫০ টাকা
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান রুপার দর (প্রতি ভরি):
🔶 ২২ ক্যারেট : ২,৮১১ টাকা
🔶 ২১ ক্যারেট : ২,৬৮৩ টাকা
🔶 ১৮ ক্যারেট : ২,২৯৮ টাকা
🔶 সনাতন পদ্ধতি : ১,৭২৬ টাকা
সোনার বাজারে এই মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের উপর বাড়তি চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।