News Link: https://dailylalsobujbd.com/news/35J
রংপুরের পীরগঞ্জে সেনা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ১১টা থেকে রোববার ভোররাত সাড়ে ১২টা পর্যন্ত (২৩:০০–০০:৩০ ঘটিকা) পরিচালিত এ অভিযানে মোছাম্মৎ ঝর্না বেগম (৩৫) নামে ওই নারীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ সেনা ক্যাম্পের অধীনে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনীর ১৬ সদস্য ও পুলিশের ৬ সদস্য অংশ নেন।
অভিযানে ঝর্না বেগমের বাড়ি থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, নগদ ৮৭,৬০০ টাকা এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ জানায়, ঝর্না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক অভিযোগ থাকলেও গ্রেফতার করা সম্ভব হয়নি। নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।