News Link: https://dailylalsobujbd.com/news/35g
টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা বিএনপির অফিস থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র্যালী বের করা হয়। র্যালিটি সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে উপজেলাবিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এডভোকেট ইকবাল হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন, সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কাসেম মানিক. দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সদস্য সচিব শহিদুল ইসলাম মনি প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।