News Link: https://dailylalsobujbd.com/news/350
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। বক্তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা গড়ে তুলতে হবে। তারা অবৈধ জাল ব্যবহার না করা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা এবং মৎস্যজীবীদের কল্যাণে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা অংশ নেন।